Online Orientation class routine of Session 2020-21 (New Students)
২০২০-২১ সেশনের নতুন শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসের সময়সূচী। ওরিয়েন্টশনের আগের দিন শিক্ষার্থীদের মোবাইল নম্বরে অনলাইন মিটিং লিংক এসএমস করে দেয়া হবে। কোন শিক্ষার্থী মিটিং শুরু হওয়ার কমপক্ষে একঘন্টা আগে মোবাইলে লিংক না পেলে ০১৭৩৩৩৭১০০৯ নম্বরে যোগাযোগ করতে হবে। প্রতিটি বিভাগের ওরিয়েন্টশন ক্লাস হওয়ার পরেরদিন থেকে অনলাইনে নির্দিষ্ট বিষয়ে ক্লাস শুরু হবে। কলেজের ওয়েবসাইটে নিয়মিত অনলাইন ক্লাস রুটিন পাওয়া যাবে।