মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগীতা
মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ম্যানগ্রোভ ইনষ্টিউট ও ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ম্যানগ্রোভ ও ইমপরিয়াল এর শিক্ষার্থীদের আলাদা আলাদা মূল্যায়ন ও পুরস্কার প্রদান করা হবে।
প্রথম পুরস্কারঃ 8-12 জিবি মোবাইল ডাটা প্যাকেজ,
২য় পুরস্কারঃ 5-8 জিবি মোবাইল ডাটা প্যাকেজ,
প্রথম পুরস্কারঃ 3-5 জিবি মোবাইল ডাটা প্যাকেজ,
৯০% বা তার বেশি পয়েন্ট প্রাপ্তদের জন্য শান্তনা পুরস্কার
কুইজে অংশগ্রহন এর লিংকঃhttps://forms.gle/9tsDkdKJg6HcKMQP8
নিয়মাবলিঃ
এজন শিক্ষার্থী একবার অংশগ্রন করতে পারবে। একাধিক বার সাবমিট করলে সর্বনিম্ন পয়েন্ট বিবেচনা করা হবে। ১৭ মিনিট সময়ে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে লিংকে প্রবেশ করে ষ্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর নাম, কোন প্রোগ্রামে অধ্যয়নরত, রোল, সেমিষ্টার ও মোবাইল নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে প্রশ্ন উত্তর বাছাই করে দুটি সেকশন শেষ করে সাবমিট করতে হবে।
সময়সীমাঃ ১৫ই ডিসেম্বর রাত ১২টা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অনলাইন মিটিং লিংকঃ
আগামী ১৬ই ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরন করা হবে। মিটিং লিংকঃ
Topic: Online Quiz Virtual Price Giving Ceremony
Time: Dec 16, 2020 10:30 PM Astana, Dhaka
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5650287970?pwd=NVNHaDM3OXBxdGpHbXJzUTFhQzVFQT09
Meeting ID: 565 028 7970
Passcode: 162020